isuoai.net
RSS

English এ প্রশ্ন জিজ্ঞাসা করার সহজ নিয়ম – Free Digital Study

maximios June 14, 2024 Study

আপনি কাউকে প্রশ্ন করতে চাইলে আপনাকে সাধারণত এই 5 ভাবেই করতে হবে–

  1. Yes-no type -না প্রকার।
  2. Wh-group ডব্লিউ এইচ প্রকার।
  3. Alternative type বিকল্পিত প্রকার।
  4. Tag type ট্যাগ প্রকার।D
  5. eclarative type ঘোষণাত্মক।

 ইংরেজি বানান শেখার সহজ নিয়ম 

I.Yes-no type

এতে সেই সব প্রশ্ন করা হয়, যার উত্তর ‘হাঁ’ অথবা ‘না’ হতে পারে আর প্রশ্নকর্তা সেটা ভালো ভাবেই জানে। আজকাল প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় এই ধরণের প্রশ্নই জিজ্ঞাসা করা হয়। এইরূপ
প্রশ্নে সহায়ক জিয়া (helping verb)-কে বাক্যে সবার আগে রাখা হয়।

  • 1. Is he writing a letter? (ইজ হী রাইটিং এ লেটার?)
  • সে কিএকটা চিঠি লিখছে?
  • 2. Has the train left? (হ্যাজ দ্য ট্রেন লেফট ?)
  • ট্রেনটা কি চলে গেছে?
  • 3. Was he defeated? (ওয়াজ হি ডিফিটেড?)
  • সে কি পরাজিত হয়েছিল?
  • 4.Did he come? (ডি হী কাম?)
  • সে কি এসেছিল?
  • 5. Will you wait for me? (উইল ইউ ওয়েট ফর মী?)
  • তুমি কি আমার জন্যে অপেক্ষা করবে?
  • 6. May I come in? (মে আই কাম ইন?)
  • আমি কি ভেতরে আসতে পারি?
  • 7. Should I go? (সুড আই গো?)
  • আমার কি যাওয়া উচিত?
  • 8. Are they coming? (আর দেয় কামিং?)
  • তারা কি আসছেন?
  • 9. Is it raining? (ইজ ইট রেইনিং?)
  • বৃষ্টি কি হচ্ছে?
  • 10. Do you like the pen? (ডু ইউ লাইক দি পেন?)
  • এই কলমটা কি তোমার পছন্দ হয়েছে?
  • 11. Does he come daily? (ডাজ হি কাম ডেলি?)
  • সে কি রোজ আসে?

ইংরেজি বানান শেখার সহজ নিয়ম

Yes-no প্রকারের প্রশ্ন positive আর negative হতে পারে। যে প্রশ্নে শতকরা একশো ভাগ হ্যাঁ-বাচক উত্তরের আশা থাকে, সেগুলিকে স্বীকারোত্বক প্রশ্ন বলা যেতে পারে। যেমন
Question –Did anyone come yesterday ?(ডিড এনিওয়ান কাম ইয়েস্টার্ডে।)
গতকাল কি কেউ দেখা করতে এসেছিল।

Answer– Yes, someone came yesterday.(ইয়েস, সামওয়ান ক্যাম ইয়েস্টারডে.)
হ্যাঁ, গতকাল কেউ এসেছিল।

Question – Has the train left? (হ্যাজ দি ট্রেন লেফট?)
Answer – Yes, the train has left. ( ইয়েস, দি ট্রেন হ্যাজ লেফট.)

Question– Do you live somewhere near Sealdah ? (ডু ইউ ভি সামহরের নিয়ার শিয়ালদা?)

Answer – Yes, I live somewhere near there. (ইয়েস, আই লিভ সামহয়ের নেয়ার দেয়ার)

নিম্নলিখিত বাক্যগুলিকে লক্ষ্য করুন, যাতে প্রশ্নকর্তার শতকরা একশো ভাগ শব্দই না-বাচক।
Question– Can’t you help me?(কান্ট ইউ হেল্প মী?)
Answer-No, I can’t.(নো আই কান্ট)

Question – Don’t you believe me? (ডোন্ট ইউ বিলিভ মি?)
Answer – No, I don’t believe you.(নো আই ডোন্ট বিলিভ ইউ?)

English Spelling Rules

II. Wh-group- কে? কি প্রকারের?

এই বর্গের বাক্যগুলি প্রশ্নবোধক শব্দ দ্বারা আরম্ভ হয় Who/ which / what / whose / when / how দ্বারা অথবা whom / where / why দ্বারা।

  • 1. Who opened my letter? (হু ওপেন্ড মাই লেটার?)
  • আমার চিঠি কে খুলেছে?
  • 2. Who is coming? (হু ইজ কামিং?)
  • কে আসছে?
  • 3. Which books do you like? (হুইচ বুকস ডু ইউ লাইক?)
  • তুমি কোন-কোন বই পছন্দ কর?
  • 4. What’s your opinion? (হোয়াটস ইয়োর ওপিনিয়ন?)
  • তোমার মতামত কি?
  • 5. When will you return ? (হোয়েন উইল ইউ রিটার্ন?)
  • তুমি কখন ফিরবে?
  • 6. Where shall I stay there? (হোয়্যার শ্যাল আই স্টে দেয়ার ?)
  • ওখানে আমি কোথায় থাকব?
  • 7. Why are they always late?(হোয়াই আর দেয় অলওয়েজ লেট?)
  • ওরা সব সময়ে দেরী করে কেন?
  • 8. Whom did you stay with?(হুম ডিড ইউ স্টে উইথ?)
  • তুমি কার সাথে ছিলে?
  • 9. How did you mend it?(হাউ ডিড ইউ মেড ইটা)
  • তুমি এটা কি করে ঠিক করলে?
  • 10. How much do you want?
  • (হাউ মাচ ডু ইউ ওয়ান্ট?
  • তুমি কতটা চাও?
  • 11.Who is there?(হু ইজ দেয়ার?)
  • “ওখানে কে?
  • 12. Whom do you want? (হুম ডু ইউ ওয়ান্ট?)
  • তুমি কাকে চাও?

ইংরেজি বানান শেখার সহজ কৌশল

 এই ধরণের প্রশ্নে প্রশ্নাত্মক শব্দ (question word) সর্বপ্রথমে আসে আর কর্তা এবং সহায়ক ক্রিয়ার স্থান বদলে যায় অর্থাৎ প্রথমে সহায়ক ক্রিয়া আর তার পরে কর্তা বসে। When will you return ? এখানে সর্বপ্রথমে when প্রশ্নাত্মক, তারপর সহায়ক ক্রিয়া will আর পরে কর্তা you আসে।

Who / whom / whose-এর প্রয়োগ কেবল পুরুষবাচক শব্দের বিষয়ে হয় আর what এবং which যে প্রয়োগ ব্যক্তি ও বস্তু দুজনের জন্যই হয়।

  • What girls do you like?
  • Which books do you like?

যখন প্রশ্নাত্মক শব্দ preposition (পদান্বয়ী অব্যয়) এর সঙ্গে আসে, তখন এটি ঔপচারিক থাকে না, বন্ধু বাক্যলাপের ঘনিষ্ঠ রূপ ধারণ করে।

With whom do you live?   – অনৌপচারিক

Whom do you live with?     – ঔপচারিক

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ

III. Alternative-type অল্টারনেটিভ টাইপ –

 
এই ধরণের প্রশ্নে প্রশ্নকর্তা দুটি অথবা তারও অধিক বিকল্প উত্তরদাতার সামনে রাখে, যার মধ্যে একটিকে বেছে নিতে হয়।

  • 1. Would you like milk or coffee?(উড ইউ লাইক মিল্ক এর কফি?
  • আপনি দুধ খেতে পছন্দ করবেন না কফি?
  • 2. Which balloon did you choose? green, red, yellow or blue?
  • (হুইচ বেলুন ডিড ইউ চুজ ?গ্রীন, রেড, ইয়োলো অর ব্লু )
  • তুমি কোন বেলুনটা পছন্দ করলে? সবুজ, লাল, হলুদ অথবা নীল?
  • 3. Shall we go by bus, taxi or train? (শ্যাল উই গো বাই বাস, ট্যাক্সী অর ট্রেন)
  • আমরা কি বাসে যাব, না ট্যাক্সী অথবা ট্রেনে?
  • 4. Which book do you choose, this or that or neither? (হুইচ বুক ডু ইউ চুজ, দিস অর দ্যাট
  • অর নাইদার?)
  • আপনার কোন বইটা পছন্দ? এটা না ওটা, না কোনটাই নয়?
  • 5. Are you coming or not?(আর ইউ কামিং অর নট?)
  • তুমি আসছো কি না?
  • Did India or Pakistan win the match ? (ডিড ইন্ডিয়া অর পাকিস্তান উইন দি ম্যাচ?)
  • ম্যাচ কে জিতল? ভারত না পাকিস্তান?
  • 7. Did you do it or your sister ?(ডিড ইউ ডু ইট অর ইয়োর সিস্টার?)
  • এই কাজটি তুমি করেছ, না তোমার বোন?

The Sound of Tow Vowel

IV. Tag-type- ট্যাগ টাইপ –

 এই বর্গে সেই সব বাক্য আসে, যাতে প্রশ্নসূচক শব্দ বাক্যের শেষে লেজের মত জুড়ে থাকে।

  • 1. The train has already gone, hasn’t it? (দি ট্রেন হ্যাজ অলরেডি গন, হ্যাজন্ট ইট?)
  • ট্রেনটি আগেই চলে গেছে, তাই নয় কি?
  • 2. You aren’t going to leave us, are you? (ইউ আরন্ট গোয়িং টু লেভ আস আর ইউ?)
  • তুমি আমাদের ছেড়ে যাচ্ছ না, যাচ্ছ কি?
  • 3. I have met you before, haven’t I?(আই হ্যাভ মেট ইউ বিফোর, হ্যাভনট্ আই?)
  • আপনার সঙ্গে আমার আগে দেখা হয়েছে, তাই নয় কি?
  • 4. He knows you, doesn’t he? (হী নোস ইউ, ডাযান্ট হি?)
  • সে তোমাকে চেনে, তাই নয় কি?
  • 5.He likes the girl, doesn’t he?(হি লাইকস দি গার্ল,ডাযান্ট হি?)
  • সে মেয়েটিকে পছন্দ করে, নয় কি?

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ 

V. Declarative-type –


ঘোষণাত্মক প্রশ্নসূচক বাক্য স্বীকৃত্তিবাচক বাক্যের মতই হয়, এইরূপ বাক্যের শেষে প্রশ্নসূচক স্বরের স্পষ্ট আভাষ পাওয়া যায়।

  • 1. You have got the tickets? (ইউ হ্যাভ গট দি টিকেটস?)
  • তোমার কাছে টিকিট আছে তো (না)?
  • 2. You have told him in clear terms?(ইউ হ্যাভ টোল্ড হীম ইন ক্লেয়ার  টার্মস ?)
  • তুমি ওকে পরিষ্কার করে বলে দিয়েছ তো(না)?
  • 3. She would be already there. I suppose ? (শী উড বি অলরেডি দেয়ার, আই সাপোজ?)
  • আমি মনে করি তিনি আগের থেকেই সেখানে উপস্থিত থাকবেন?
  • 4. There is something to cat? (দেয়ার ইজ সামথিং টু ইট?)
  • খাবার কিছু আছে (না)?
  • 5. You didn’t complete the answer?(ইউ ডিডস্ট কমপ্লীট দি আন্সার?)
  • তুমি উত্তর সম্পূর্ণ করনি?
  • 6. You realize your mistake now ?(ইউ রীমেলাইজ ইয়োর মিস্টেক নাও?)
  • এখন তুমি তোমার ভুল বুঝতে পারছো?
  • 7. You will not leave me in the lurch? (ইউ উইল নট লেভ মী ইন দ্য লার্চ?
  • তুমি বিপদের সময় আমাকে ছেড়ে যাবে?
  • 8. I have told you the secret?(আই হ্যাভ টোল্ড ইউ দ্য সিক্রেট?
  • আমি তোমাকে রহস্যটা বলে দিয়েছি (না)?
  • 9. You drink sometimes?(ইউ ড্রিঙ্ক সামটাইমস?)
  • তুমি কখনও-কখনও পান কর (না)?
  • 10. She wants my help? (শী ওয়ান্টস মাই হেল্প?)
  • তার আমার সাহায্য চাই (না)?

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়

Points to Remember স্মরণ সঙ্কেত

1. ট্যাপ প্রকারের প্রশ্নে সর্বনাম থাকে আর তা দুবার আসে যেমন I haven’t met you,have I? এখানে সর্বনাম দুবার এসেছে।
2. যদি বাক্য স্বীকৃতিবাচক (positive) হয়, তো ট্যাগ (পুচ্ছ) নঞর্থক হয় আর যদি বাক্য নর্থক হয়, তো ট্যাগ স্বীকৃতিবাচক হয় যেমন He likes the girls, doesn’t he? এই বাক্যে He likes the girls স্বীকৃতিবাচক আর ট্যাগ doesn’t he?  I am not willing to go, am I? এখানে বাক্য I am not willing to go নেগেটিভ বাক্য আর ট্যাগ am I?স্বীকৃতিবাচক।

English to Bengali convert | English to Bengali Translate – Free Digital Study Learn easy same pronunciation but different spelling list – Free Digital Study

Related Posts

Study

Learn easy same pronunciation but different spelling list – Free Digital Study

Air ➡  gas Heir  ➡  a person having the legal right to receive someone’s property, money, etc., after his death Ere  ➡ before Airy ➡ open to the air Eyrie ➡ a nest built high up among rocks by a bird of prey Aisle ➡  a passage between rows of seats in a church, theatre, train etc. Isle ➡ an island Ail ➡ to cause problems Ale ➡ a type of beer Aloud ➡ in a […]

Study

English to Bengali convert | English to Bengali Translate – Free Digital Study

Introducing English to Bengali the revolutionary new tool that makes translating between English and Bengali easier than ever before. No longer do you have to struggle with outdated Bengali dictionaries or rely on unreliable online translation services – English to Bengali is the fast, accurate, and intuitive way to translate text, documents, and webpages between two of […]

Study

ইংরেজি বানান মনে রাখার কৌশল | English spelling mistake salution in bengali – Free Digital Study

I. e এর দ্বারা শেষ হওয়া শব্দগুলির মধ্যে ‘e’ সরিয়ে দেওয়া হলে এর সাথে যুক্ত হওয়া সাফিক্স (প্রত্যয়) vowel (a,e,i,o,u) দিয়ে শুরু হয়। For example: admire শব্দের শেষ -e দ্বারা হয়। এখন যদি এতে-ation প্রত‍্যয় যুক্ত করা যায়, তো e সরে যাবে.. admire + ation = admiration 1. admire (এ্যাডমায়ার = প্রশংসা করা) + ation = […]


Reliable online casinos provide both security and a wide variety of games. Experience a trusted environment at Casino Glory for quality gameplay. The platform maintains robust security measures and prompt support.

Recent Posts

  • Learn easy same pronunciation but different spelling list – Free Digital Study
  • English এ প্রশ্ন জিজ্ঞাসা করার সহজ নিয়ম – Free Digital Study
  • English to Bengali convert | English to Bengali Translate – Free Digital Study
  • ইংরেজি বানান মনে রাখার কৌশল | English spelling mistake salution in bengali – Free Digital Study
  • Daily use 110 English Sentences with Bengali Meaning – Free Digital Study

Recent Comments

No comments to show.

Archives

  • June 2024
  • May 2024
  • April 2024
  • August 2023
  • July 2023
  • June 2023
  • June 2022

Categories

  • Study
© isuoai.net 2025
Powered by WordPress • Themify WordPress Themes